শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

কার কোনটা আহ্লাদ সেটা বোঝা যাচ্ছে না



কার কোনটা আহ্লাদ সেটা বোঝা যাচ্ছে না

॥ ড. রেজোয়ান সিদ্দিকী ॥


কখনো কখনো এ সরকারকে হীরক রাজা মনে হয়। কখনো মনে হয় রোমের নিরোদের সরকার। রোমের নিরোর কাহিনী সর্বজনবিদিত। রাজা নিরো বাঁশি বাজাতে পছন্দ করতেন। রাজকার্যে ছিলেন অমনোযোগী। রাজপ্রশাসনও পরিচালনায় তিনি ছিলেন চরম ব্যর্থ। তাই শত্রুর আক্রমণে রোম যখন পুড়ছিল তখনো নিরো বাঁশি বাজাতে নিমগ্ন ছিলেন।
বর্তমান সরকারের বিষয়টি ক্ষমতায় আসার একেবারে প্রথম থেকেই শুরু হয়েছিল। ক্ষমতায় আসার আগে এ ধরনের বিষয়বস'র খুব প্রাচুর্য ছিল না। মীরজাফর জেনারেল মইন নেপথ্য ক্ষমতা গ্রহণের পর এ দেশের সব রাজনীতিক দুর্নীতিবাজ- এমন কথা ধারাবাহিকভাবে প্রচার করতে শুরু করেন। এবং এই দুর্নীতিগ্রস- হিসেবে রাজনীতিবিদ ও শত শত কোটি টাকা মূলধনের ব্যবসায়ীকে ছয় ফাইল ত্রাণের টিন চুরির মামলায় অভিহিত করে জেলে পুরতে শুরু করে। একইভাবে যেসব ব্যবসায়ীর গুদামে আমদানি করা পণ্য পাওয়া গেল, তাদের মজুদদার হিসেবে অভিহিত করে জেলে পুরতে আরম্ভ করে। তার পদলেহী মার্কিন নাগরিক ছদ্মবেশী বাংলাদেশী ফখরুদ্দীন আহমদ রাজনীতিকদের চরিত্র হননের জন্য প্রভুর নির্দেশে এই ঢাক বাজাতে থাকেন।
ওই সরকার যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পরামর্শে ও প্রত্যক্ষ মদদে ক্ষমতায় এসেছিল সে অভিযোগ বাংলাদেশে কোনো লুকানো ছাপানো ব্যাপার নয়। তারা যে যেভাবে চেয়েছে ওই সরকার ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমছিল, তখন ওই সরকার হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিলো। এর যুক্তি কী, জানতে চাওয়া হলে আরেক সেবাদাস ইফতেখার চৌধুরী বড় অসহায় কণ্ঠে বললেন, বিশ্বব্যাংক বলেছে। যেন তাদের মাথা এতটাই বাঁধা ছিল যে, বিশ্বব্যাংক যদি পশুপাখির বর্জ্য খেতে বলে তাহলে সেটা খেতেও তারা কসুর করবেন না।
এরা সবাই মিলে বাংলাদেশের রাজনীতিবিদদের সবাই দুর্নীতিবাজ এমন কথা প্রচার করতে শুরু করেন। ভারতও এর ব্যতিক্রম ছিল না। শেখ হাসিনা মনে করেছিলেন এসব ক্ষেত্রে জেনারেল মইনের খামখেয়ালির বিরুদ্ধে ভারত তার রক্ষাকর্তা হিসেবে দাঁড়াবে। কিন' ভারত জেনারেল মইনকে সে দেশে ডেকে নিয়ে গিয়ে একজন সেনাপ্রধান হওয়া সত্ত্বেও রাষ্ট্রপ্রধানের মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দিয়ে বলেই বসেছিল যে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর এ দেশের রাষ্ট্রক্ষমতায় জেনারেল মইনের মতো আর কেউ অধিষ্ঠিত হয়নি। ১৯৯৬-২০০১ সালের শাসনকালে শেখ হাসিনা কী দেননি ভারতকে! কোনো রকম গ্যারান্টি ক্লজ ছাড়াই গঙ্গার পানিচুক্তি করে ভারতকে কার্যত গঙ্গার পুরোটা পানিই দিয়ে দিয়েছিলেন। ফলে বাংলাদেশের এক-চতুর্থাংশ এলাকা এখন মরুভূমিতে পরিণত হতে বসেছে। তিনি বাংলাদেশের অভ্যন-রে ভারতীয় গোয়েন্দা সংস'ার অবাধ গোয়েন্দাবৃত্তির সুযোগ করে দিয়েছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রামের তথাকথিত শানি-চুক্তি করে বাংলাদেশের ভেতরে যেন আর একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়েছিলেন। সীমান- দিয়ে ভারতীয় চোরাই পণ্য অবাধে প্রবেশের সুযোগ করে দিয়েছিলেন। সীমানে- মানুষ হত্যার ব্যাপারে একেবারেই নিশ্চিত করেছিলেন। বাংলাদেশের যুবসমাজকে মাদকে ধ্বংস করে দেয়ার পথও সুগম করা হয়েছিল। তাতেও ভারতের মন টলল না? জেনারেল মইনকে এতটা জামাই আদর করতে থাকল!
এবং শেষ পর্যন- রাষ্ট্রঘাতী সেই মইনকে ভারত সর্বশ্রেষ্ঠ বন্ধু বলল? এত বড় বন্ধু আর ক্ষমতাসীন হয়নি। তা হলে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী শাসন কি একেবারেই বৃথা গেল? মনে খেদ তার ছিল। কিন' যখন নিজে রাষ্ট্রক্ষমতা চিরস'ায়ী করার জন্য জেনারেল মইন প্রথমেই শেখ হাসিনা ও পরে বেগম খালেদা জিয়াকেও গ্রেফতার করে বসল, তখন তিনি যেন সম্বিত ফিরে পেলেন। হয়তো বুকে এইটুকু স্বপ্ন নিয়ে আশার ভ্রমর ধরে অপেক্ষা করতে থাকলেন, যে ভারতকে বুঝিয়ে সুঝিয়ে যদি শেষ পর্যন- কোনো কলাকৌশলে আবারো রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়া যায়, তাহলে গোটা রাষ্ট্রই, স্বাধীনতা-সার্বভৌমত্বসহ, ভারতের যূপকাষ্ঠে বিলিয়ে দিবে। তবু কি ভারতের মন গলবে না।
তার পরের কাহিনী খুব দীর্ঘ নয়। রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে জেনারেল মইনের পর্বতপ্রমাণ ব্যর্থতা এবং পদে পদে খাবি খাওয়ার ফলে অচিরেই জনগণ বুঝতে পারল, আফগানিস-ানের হঠাৎ রাজা দস্যু সর্দারের সাথে জেনারেল মইনের কোনো পার্থক্য নেই। বাদশা আমানুল্লাহকে হটিয়ে ডাকাত সর্দার বাচ্চায়ে শকাব রাষ্ট্রক্ষমতা দখল করেছিল। জেনারেল মইনের সরকার তার থেকে বেশি কিছু নয়। এরা লুটপাট করে মসনদের স্বাদ কিছু দিন ভোগ করে তারপর পালিয়ে যেতে বাধ্য হবে। জনগণের চাহিদা, আশা-আকাঙ্ক্ষার সাথে এদের বিন্দুমাত্র সংযোগ নেই। এবং এরা করলও বাচ্চায়ে শকাবের মতোই কাণ্ডকারখানা। এক উপদেষ্টা তো ক্ষণিকের ক্ষমতা পেয়ে এমনো বলে বসল যে, দুর্নীতির হাত থেকে শুধু রাঘব বোয়াল নয়, চুনোপুঁটিদেরও রেহাই নেই। সমপ্রতি তার বিশাল বিশাল দুর্নীতি উদ্ঘাটিত হচ্ছে।
এরা নির্বিচারে দোকানপাট-হাটবাজার ভেঙে দিয়ে সাধারণ মানুষের পেটে লাথি মেরে যেতে থাকল। অল্প কিছু দিনের মধ্যেই লাখ লাখ মানুষ বেকার হয়ে গেল। ১০ শতাংশ মানুষের জীবনমান নেমে গেল দারিদ্র্যসীমার নিচে। চার দিকে হাহাকার আর ত্রাস। কোথাও কোথাও শুরু হলো জনতার প্রতিরোধ। দ্রব্যমূল্য বাড়ানোর জন্য এরা ‘বিএনপির সিন্ডিকেট’কে দায়ী করেছিল। সে সিন্ডিকেটের হদিস তো তারা করতে পারলই না, বরং নিজেরা সিন্ডিকেট গড়ে লুট শুরু করেছিল। দ্রব্যমূল্য হয়ে উঠল সম্পূর্ণ লাগামছাড়া। রাজপথে নামতে বাধ্য হলো সাধারণ মানুষ। শেখ হাসিনা এদের সাথে নরমে গরমে দু’চার কথা বললেও বরাবরের মতো সামরিক শাসকদের প্রতি একটি মমতা প্রদর্শন করে যেতেই থাকেন। আর জানিয়ে দিলেন যে, বিএনপিকে যত পারো মারতে থাকো; তার জন্য সংবিধানের তোয়াক্কা করার প্রয়োজন নেই। রাষ্ট্রক্ষমতা হাতে পেলে আওয়ামী লীগ এদের দায়মুক্তি নিশ্চিত করবে। ওই বিশ্বাসঘাতক মইন তখন বিএনপির চুনোপুঁটি লেভেলের নেতাদের বিরুদ্ধে একেবারে যেন হামলে পড়ল। আর ধীরে ধীরে ক্ষমতার আশা ছেড়ে দিয়ে নিজের গর্দান রক্ষার্থে শেখ হাসিনার সাথে আঁতাত গড়ে তুলল।
রাঘব বোয়াল, চুনোপুঁটি সবই হাত ফসকে বেরিয়ে গেছে। তখন দুর্নীতি আরো সর্বগ্রাসী রূপে আবির্ভূত হয়েছে। দেশে যখন নগদ মুদ্রার সঙ্কট সৃষ্টি হলো, তখন তৎকালীন এফবিসিসিআই প্রধান আনিসুল হক দাবি করলেন, পাঁচ শ’ টাকার নোট অচল ঘোষণা করা হোক। তার হয়তো ধারণা ছিল যে, দুর্নীতির মাধ্যমে মইন শাসকগোষ্ঠীর অসংখ্য লোকের কাছে বিপুল নগদ টাকা স্যুটকেসবন্দী হয়ে পড়ে আছে। এগুলো বের হয়ে এলেই বোঝা যাবে টাকা কোথায় আছে। কিছুটা সময়ের জন্য রটেও গিয়েছিল যে, ৫০০ টাকার নোট বুঝি সত্যি সত্যি অচল ঘোষিত হয়ে যাবে। তাহলে সমরশাসকদের কাছে টাকা ছিল সেটা ফাঁস হয়ে যাবে। এই ভয়ে কী যে ঘটল, রাত থেকে রেডিও টেলিভিশন, ফখরুদ্দীন থেকে শুরু করে সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অবিরাম ঘোষণা করতে থাকল- না না, সরকার এমন সিদ্ধান- নেয়ার কথা কল্পনাও করেনি। ৫০০ টাকার নোট অচল হচ্ছে না। কিছুক্ষণ পরপরই প্রায় দু’দিন ধরে সে ঘোষণা রেডিও-টিভিতে প্রচারিত হয়েছিল। রাঘব বোয়াল, চুনোপুঁটিওয়ালাদের সুনীতির এই ছিল নমুনা!
সে দুর্নীতির অর্থ রক্ষার জন্য সেনাবাহিনীর তৎকালীন শাসকদের প্রয়োজন ছিল শেখ হাসিনা সরকারের সাথে আঁতাত গড়ে তোলা। সে আঁতাত ভালোই কাজ দিলো। বেহায়া নির্বাচন কমিশন জনমত সমালোচনার তোয়াক্কা না করে তার সামরিক প্রভুদের সন'ষ্ট করার জন্য ধারাবাহিকভাবে এমন সব কাণ্ড করে যেতে থাকল, যাতে ওই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্ন করা না যায়। সে নির্বাচনে জিতল আওয়ামী লীগের সব। বেহায়া সিইসি অবশ্য আগে থেকেই বলছিলেন, এ নির্বাচন তিনি করবেন ১৯৭০ সালের মতো, যে নির্বাচনে হাতেগোনা কয়েকটি আসন ছাড়া সব আসনেই আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তাতেও শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে মইন সরকারের দুর্নীতির অভিযোগকেই প্রাধান্য দিলেন এবং এখনো দিয়েই যাচ্ছেন। গত তিন বছরে তার শাসনকাল জেনারেল মইনের শাসনের মতোই ব্যর্থতায় আকীর্ণ। গ্যাস-বিদ্যুৎ-পানি নেই। দ্রব্যমূল্য অসহনীয়। আইনশৃঙ্খলা বলতে কোনো কিছুর অবশেষ এখন সমাজের ভেতরে নেই। হত্যা-খুন-গুম-ডাকাতি-রাহাজানি ওপেন জেনারেল লাইসেন্সে পরিণত হয়েছে। বিভিন্ন স'ানীয় সরকার নির্বাচনে সরকারের হত্যাকারীদের মনোনয়ন দিচ্ছে। খুনি গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হলেও জাদুবলে সকালে জেলে ঢুকে বিকেলে জামিন নিয়ে হাসিমুখে বেরিয়ে আসছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের জেল থেকে বের করে এনে রাষ্ট্রপতির ক্ষমায় ফুলের মালা দিয়ে মন্ত্রীরা বরণ করে নিচ্ছেন। তখন মোটে একটা খুন করেছিলে, যাও বাছা শত খুনের লক্ষ্যে অগ্রসর হও। শেখ হাসিনার মন্ত্রীদের দুর্নীতি যখন বিশ্বখ্যাতি অর্জন করেছে, তখন তিনি বিএনপির বিরুদ্ধে সেই পুরনো গীতই গেয়ে যাচ্ছেন, বিএনপি দুর্নীতি করেছে, দুর্নীতি করেছে।
তার মন্ত্রীদের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক আর্থিক সাহায্য বন্ধ করেছে। এডিবি সাহায্য বন্ধ করেছে। কানাডা সাহায্য বন্ধ করেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বেশির ভাগ বাদ দেয়া হয়েছে। কর্মসংস'ান স'বির হয়ে গেছে। সরকারকে কেউ টাকা দেয় না বলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিনিয়োগ নস্যাৎ করে দিয়েছে। টাকা ছাপিয়ে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করতে হয়েছে। বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে। তা নিয়ে কেউ যেন কোনো দিন প্রশ্ন করতে না পারে, সে জন্য আইন করা হয়েছে। আর খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলে যাচ্ছেন, দুর্নীতি করবেন অথচ কিছু বলা যাবে না- এত আহ্লাদ তো মানা যাবে না। কার যে কোন আহ্লাদ, সেটা বোঝা যাচ্ছে না।
লেখক : সাংবাদিক ও সাহিত্যিক
rezwansiddiqui@yahoo.com